বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কে, ব্যাক্তিগত ও পেশাগত পরিচয়

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কে,পেশাগত ও ব্যাক্তিগত ও পরিচয়

আসসালামু আলাইকুম। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের গৌরব ও সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী সদা জাগ্রত। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী নিয়ে আমাদের সশস্ত্র বাহিনী। আজ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কে নিয়ে আলোচনা করবো। জানবো বাংলাদশ নৌবাহিনী প্রধানের নাম ও সংক্ষিপ্ত পরিচয়। নৌবাহিনী প্রধান কে, তার  ব্যাক্তিগত ও পেশাগত পরিচয় জানতে সম্পূর্ণ লিখাটি পড়ুন ও আমাদের সাথেই থাকুন।

নৌবাহিনীর প্রধান কে

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কে ও নাম কি? (Name of Bangladesh Navy Chief)

বাংলাদেশ নৌবাহিনী প্রধানের নাম এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি (Admiral M Nazmul Hassan, OSP, NPP, ndc, ncc, psc)।

বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সংক্ষিপ্ত পরিচয়

পেশাগত পরিচয়

এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি বাংলাদেশ নৌবাহিনীর ১৭তম সিএনএস (চীফ অব নেভাল স্টাফ)। তিনি ২৪ জুলাই ২০২৩ তারিখে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এডমিরাল একজন দ্বিতীয় প্রজন্মের সামরিক কর্মকর্তা। তার চার দশকের দীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবনে, তিনি অনুকরণীয় সামরিক দক্ষতা এবং নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেছেন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও সাফল্যের সাথে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, স্থাপনা এবং নৌবাহিনী সদরদপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অবদান রেখেছেন।

নৌ প্রধানের শিক্ষাজীবন

তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের স্নাতক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুরের প্রাক্তন ছাত্র। তিনি ভারত থেকে ন্যাভিগেশনের উপর বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করেছেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা স্টাডিজে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেছেন।

নৌ প্রধানের পেশাগত শিক্ষা ও অর্জন

এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি দেশ-বিদেশ থেকে সামরিক কৌশল, অপারেশন, কমান্ড এবং নেতৃত্বের ব্যাপক পেশাদার প্রশিক্ষণ পেয়েছেন। তার কিছু প্রধান পেশাগত কোর্সের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে “নেভাল কমান্ড কোর্স” এবং “নেভাল স্টাফ কোর্স”।

নৌ প্রধানের বর্ণাঢ্য কর্মজীবন

এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি একজন চৌকস অফিসার হওইয়ায়, নৌবাহিনীতে তার কর্মজীবনের একেবারে প্রাথমিক পর্যায় থেকেই কমান্ডের দায়িত্ব অর্পণ করার জন্য নিজেকে যোগ্য প্রমাণ করেছিলেন। তিনি কমব্যান (COMBAN) হিসাবে বাংলাদেশ নৌ বহরের সবচেয়ে কাঙ্ক্ষিত অপারেশনাল কমান্ড অধিষ্ঠিত ছিলেন। তার প্রথম কর্মজীবনে, তিনি সফলভাবে ট্রেনিং ফ্রিগেট বিএনএস উমর ফারুক সহ বেশ কয়েকটি জাহাজের কমান্ড করেছেন। তার অন্যান্য অপারেশনাল কমান্ড অভিজ্ঞতার মধ্যে রয়েছে কমান্ডার নেভাল এভিয়েশন এবং কমান্ডার অফ স্পেশাল ফোর্সেস (SWADS)।

একজন সিনিয়র স্টাফ অফিসার হিসেবে, তিনি নৌ সদর দপ্তরে নৌবাহিনীর পরিচালক নৌ-পরিচালনা এবং পরিচালক নেভাল ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সশস্ত্র বাহিনী বিভাগে বেসামরিক-সামরিক সম্পর্ক পরিচালক হিসেবেও নিযুক্ত হন। নৌবাহিনীর দায়িত্ব গ্রহণের আগে তিনি যথাক্রমে সহকারী নৌ-প্রধান (পার্সোনেল) এবং সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) পদে নিযুক্ত হন।

কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া (কমচিট) হিসেবে তিনি সর্ববৃহৎ নৌ অঞ্চলের কমান্ড করেন। COMCHIT হিসাবে তার মেয়াদকালে, তিনি ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (IFR) 2022-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং আয়োজন করেছিলেন। এর আগে তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবেও নিযুক্ত ছিলেন।

আন্তর্জাতিক পরিমন্ডলে, বেশ কিছু আন্তর্জাতিক সেমিনার এবং নৌ মহড়া সহ বিদেশী কর্মকান্ডে বাংলাদেশ নৌবাহিনীর ব্যাপক প্রতিনিধিত্ব করেছেন। সাবেক যুগোস্লাভিয়ায় জাতিসংঘের সদস্য হিসেবে তিনি একজন গর্বিত “নীল পতাকা” বহনকারী।

এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি একজন পরীক্ষিত কূটনীতিকও। তিনি মালদ্বীপ প্রজাতন্ত্রে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। হাইকমিশনার হিসেবে তিনি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নৌ প্রধানের পেশাগত অর্জন

অসামান্য পেশাদারি শ্রেষ্ঠত্বের জন্য তাকে এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস মেডেল (ওএসপি) প্রদান করা হয়। অসাধারণ একাডেমিক পারফরম্যান্স এবং সেবায় মেধাবী অবদানের জন্য তিনি “নেভি প্রফিসিয়েন্সি মেডেল” (এনপিপি) ভূষিত হয়েছেন।

নৌ প্রধানের ব্যাক্তিগত জীবন

ব্যাক্তিগত জীবনেএ ডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান নাদিয়া সুলতানাকে বিয়ে করেছেন, যিনি বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সমিতি এবং প্রধান পৃষ্ঠপোষক বিএন লেডিস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা একটি পুত্র এবং একটি কন্যার জনক ও জননী। অ্যাডমিরাল নাজমুল একজন প্রাণবন্ত পাঠক এবং একজন প্রখর গলফার।

আশা করি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কে,নৌবাহিনীর নাম তার শিক্ষাগত, পেশাগত ও ব্যাক্তিগত জীবন সম্পর্কে আপনাদের একটি ধারণা দিতে পেরেছি। এই ধরণের আরও পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *