৩ টি বেস্ট ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন ওয়েবসাইট লিংক সহ

ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন ওয়েবসাইট

আসসালামু আলাইকুম। আজকে বলবো ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন ওয়েবসাইট নিয়ে। প্রাত্যাহিক জীবনে চাকুরি, পড়ালেখা কিংবা ব্যবসা – বিভিন্ন সময়ে আমাদের ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেই জানেননা যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন কিছু সাইট আছে। আজ সেই ধরণের কিছু সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। চলুন শুরু করা যাক ।

গুগল ট্রান্সলেট (Google Translate)

অনলাইনে ইংরেজি থেকে বাংলা অনুবাদের সবচাইতে বেশি ব্যবহারিত সাইট হচ্ছে গুগল ট্রান্সলেট (Google Translate). এটি গুগলের একটি সার্ভিস। গুগল ট্রান্সলেট সার্ভিস ব্যবহার করার জন্য https://translate.google.com সাইটে যেতে হবে।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন

এখানে দুটি সেকশন দেখতে পাবেন। একটি বাম পাশে আরেকটি ডান পাশে। ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইনে করতে চাইলে আপনাকে ইংরেজি শব্দ বা বাক্যটি বাম পাশে লিখতে হবে। বাম পাশে প্রতিটি শব্দ লিখার পরই ডান পাশে অনুবাদকৃত শব্দ বা বাক্য দেখতে পারবেন। গুগল ট্রান্সলেট সার্ভিসের মাধ্যমে শুধু ইংরেজি থেকে বাংলা নয়, যে কোন ভাষা থেকেই বাংলায় অনুবাদ করা যাবে।

English & Bengali Online Dictionary & Grammar

আমাদের পরবর্তী ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন ওয়েবসাইট হচ্ছে https://www.english-bangla.com  । এই সাইটের অনুবাদ অপশন এ গিয়ে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারবেন।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন

এই ওয়েবসাইটের মাধ্যমে ইংরেজি ছাড়াও এরাবিক, জার্মান, ইতালিয়ান, করিয়ান, হিন্দি ও ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করা যায়। আপনি যদি গ্রামার শিখতে চান, তাহলে এই সাইট আপনাকে গ্রামার শিখতেও সাহায্য করবে। https://www.english-bangla.com লিংকে ক্লিক করে সাইট টি ঘুরে আসতে পারেন।

ChatGPT (চ্যাট জিপিটি)

চ্যাট জিপিটি হচ্ছে এই শতাব্দীতে তথ্য প্রযুক্তি খাতে সবচাইতে বড় চমক। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর সব চাইতে বড় উদাহরণ।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন

এর মাধ্যমে এমন কিছু করা যায়, যা আপনাকে ভাবাবে। আপনি শুধুমাত্র প্রম্পট (Prompt) ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন ছাড়াও আরও অনেক অনেক কিছু করতে পারবেন। আমি আরেকটি আর্টিকেলে চ্যাট জিপিটি সম্পর্কে বিস্তারিত লিখবো ইনশা আল্লাহ্‌।

এই ছিলো ইংরেজি থেকে বাংলা অনুবাদ অনলাইন ওয়েবসাইট সম্পর্কে আমাদের আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে এই ধরণের পোস্ট আরও পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *